
কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে বর্তমানে ক্রীড়াঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে জানিয়েছে যে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক শীর্ষ কর্মকর্তাই জানতেন না। সাধারণত এ ধরনের বড় সিদ্ধান্তের ক্ষেত্রে যে ধরনের আনুষ্ঠানিক বৈঠক বা আলোচনার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে তার কিছুই করা হয়নি।
বোর্ডের এক কর্মকর্তার দাবি অনুযায়ী, তারাও বিষয়টি গণমাধ্যম মারফত জেনেছেন এবং তাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি। মূলত বিসিসিআই-এর সর্বোচ্চ পর্যায়ের একটি অনড় সিদ্ধান্ত সরাসরি কেকেআর কে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যেন ফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।
এর আগে বিসিসিআই এর সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বোর্ড কেকেআরকে বাংলাদেশের এই ক্রিকেটারকে অবমুক্ত করার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন বিতর্কিত ও আকস্মিক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট পুরোপুরি বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে দেশের সব গণমাধ্যম ও চ্যানেলকে আইপিএলের ম্যাচ ও অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।