
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার এবং তাঁর কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ জানুয়ারি) নবনামকরণকৃত ‘ট্রাম্প কেনেডি সেন্টার’এ রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি মাদুরোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করার পাশাপাশি হাস্যরসেও মেতে ওঠেন।
এএফপি জানায়, ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন মাদুরো কেবল স্বৈরশাসকই ছিলেন না, তিনি ট্রাম্পের নাচের ভঙ্গিও নকল করার চেষ্টা করতেন। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের জনপ্রিয় ‘ওয়াইএমসিইএ’ ডিস্কো নাচের অনুকরণে মাদুরোও মঞ্চে নাচতেন বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প মজা করে বলেন, "তিনি মঞ্চে উঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন।" প্রসঙ্গত, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাঁর এই নাচ পছন্দ করেন না বলেও কৌতুক করেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকিকে প্রকাশ্যে তোয়াক্কা না করে মাদুরোর মঞ্চে নাচানাচি করা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। বিশেষ করে ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েনের সময় মাদুরোর ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সে নাচ করাকে অবাধ্যতা হিসেবে গণ্য করা হয়েছিল। যা শেষ পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত করে।
বক্তব্যে ট্রাম্প মাদুরোকে একজন ‘সহিংস লোক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, মাদুরো লাখ লাখ মানুষকে হত্যা ও নির্যাতন করেছেন। কারাকাসে একটি বিশেষ নির্যাতনকক্ষ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর বিস্তারিত তথ্য তিনি দেননি। এছাড়া মাদুরো পরবর্তী তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
গত ৩ জানুয়ারি মাদুরো ও তাঁর স্ত্রীকে আটকের জন্য মার্কিন বিশেষ বাহিনীর পরিচালিত অভিযানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। এই সফল অভিযানকে তিনি ‘চমৎকার’ বলে অভিহিত করেন। তবে ট্রাম্পের এই দীর্ঘ বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল ২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সামনে নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন।