
বিইআরসি নির্ধারিত দাম ও প্রশাসনের অভিযানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বুধবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এই ঘোষণার ফলে ব্যবসায়ীরা কোনো কোম্পানির প্লান্ট থেকে গ্যাস উত্তোলন করবেন না এবং গ্রাহক পর্যায়েও সিলিন্ডার বিক্রি করবেন না।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা না করেই এলপিজির মূল্য সমন্বয় করেছে।
একইসঙ্গে মাঠ পর্যায়ে প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান তারা। ব্যবসায়ীরা আল্টিমেটাম দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। শেষ পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় তারা এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে সিলিন্ডার সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।