
উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার একটি তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মার্কিন ইউরোপীয় কমান্ডের দেওয়া তথ্যমতে, 'এমটি মারিনেরা' নামের এই জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ফেডারেল আদালতের পরোয়ানা অনুযায়ী আটক করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া বহরের অংশ, যা মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তেল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এর আগে ইরান ও ভেনেজুয়েলার তেল বহনের অভিযোগ থাকায় ২০২৪ সালে জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
মার্কিন বাহিনী জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে অনুসরণ করে স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমের জলসীমায় জব্দ করে। তবে এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে জানিয়েছে, জাহাজটি বৈধভাবেই আন্তর্জাতিক জলসীমানায় চলাচল করছিল।
তারা পশ্চিমাদের নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটি-র দাবি, অত্যন্ত বিপজ্জনকভাবে আকাশপথে এই অভিযান চালানো হয়েছে, যদিও জাহাজটির ক্যাপ্টেন বারবার এটি একটি বেসামরিক ট্যাংকার বলে পরিচয় দিচ্ছিলেন। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাংকারটি খালি অবস্থায় রাশিয়ার মুরমানস্ক বন্দরের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়লে মার্কিন নজরদারিতে আসে এবং শেষ পর্যন্ত জব্দ করা হয়।