ডেস্ক নিউজ
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় না হওয়া এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির সভাপতি সেলিম খান বলেন, “বৃহস্পতিবার বেলা তিনটায় বিইআরসি’র সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে। সেখানে আমাদের দাবি মেনে নেওয়া হলে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ পুনরায় শুরু করা হবে। অন্যথায় সারাদেশে এই কার্যক্রম বন্ধ থাকবে।”
এ সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশে এলপিজি ব্যবহারকারী ভোক্তাদের মধ্যে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।