গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের বামন্দ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এই ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৫)। তিনি বামন্দ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো ভাই হযরত আলী ও দোয়াত আলী গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।শনিবার বিকাল ২টার দিকে হযরত আলী গংরা বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে খোরশেদ আলম তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হযরত আলী পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে খোরশেদ আলমকে ধাওয়া করলে তিনি দৌঁড়ে বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।সুত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য এনায়েত হোসেন কুব্বত জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।