পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তার মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্তের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে জরুরি কথা বলার কথা বলে নিজ বাসায় ডেকে নেন। পরে ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে সেখানে যান। বাসার পৃথক দুটি কক্ষে পালাক্রমে দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অনিক—এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা সেদিন বাড়িতে ফিরতে পারেননি। অসুস্থতার বিষয়টি জেনেও অভিযুক্ত অনিককে পালাতে সহযোগিতা করেন তার মা নুরজাহান বেগম বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন শুক্রবার রাতে বাড়ি ফিরে ভুক্তভোগীরা পরিবারের কাছে পুরো ঘটনা জানান। পরে শনিবার রাতে দুই শিক্ষার্থীর পরিবার বাউফল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত অনিক ঘটনার পর ঢাকায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্তের মাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, পলাতক প্রধান আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।