
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে।
বাজুস জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হবে। তবে এই মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি ভরিতে ৪০৮ টাকা বৃদ্ধি পাওয়ায় এখন ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় নির্ধারিত হয়েছে। স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতির মধ্যেই দেশের সামগ্রিক অর্থনীতিতে রাজস্ব আয় হ্রাস এবং বিদেশি ঋণের প্রবাহ কমে যাওয়ার মতো নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।