
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগমের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। এর ফলে মমতাজের মালিকানাধীন ৪৭৪ শতাংশ জমি এবং ঢাকা ও মানিকগঞ্জের তিনটি বাড়ি এখন থেকে সরকারি নিয়ন্ত্রণে থাকবে।
আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএস-এর একটি বাড়ি এবং মানিকগঞ্জের দুটি বাড়ি। এছাড়া দুই জেলা মিলিয়ে মোট ৪৭৪ শতাংশ জমিও এই জব্দের আওতায় রয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এই আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানিলন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালীন সম্পদ হস্তান্তর বা বিক্রয় ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জনপ্রিয় এই শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।