
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। আজ সকালে আয়োজিত এক বিশেষ যোগদান অনুষ্ঠানে তিনি ছাত্রদলের পতাকাতলে আসার ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি রিদুয়ান সিদ্দিকীসহ অন্যান্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
রিদুয়ান সিদ্দিকীর সাথে আরও যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান এবং জেলা পর্যায়ের সদস্য আদনান, মারুফ, মাসুদ, জিয়া উদ্দিন ও রিয়াদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা এই তরুণ নেতৃত্বের যোগদান ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তাদের সাংগঠনিক অভিজ্ঞতা আগামীর গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
নিজের প্রতিক্রিয়ায় রিদুয়ান সিদ্দিকী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময়ই রাজপথে সক্রিয় ছিলেন। এখন থেকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের পতাকাতলে থেকে সেই লড়াই আরও বেগবান করবেন।