
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে তিন মাস বয়সী এক অজ্ঞাতপরিচয় কন্যাসিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পার্কের প্রধান ফটকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। উদ্ধারের সময় শিশুটির পরনে একটি ডায়াপার ও গায়ে নতুন একটি কাঁথা জড়ানো ছিল।
পার্কের নিরাপত্তাকর্মী আবদুল মালেক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গেটে তালা দেওয়ার সময় তিনি শিশুটিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। আশপাশে কাউকে না পেয়ে তিনি দ্রুত শিশুটিকে কোলে তুলে নেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। বর্তমানে তাকে হাসপাতালের এইচডিইউ-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানিয়েছেন, শিশুটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।