ইউরোপের সেরা দল হলেও স্পেন জাতীয় দলের ভেতরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সম্পর্ক ঘিরে। বিশেষ করে দানি কারভাহালের সঙ্গে লামিনের শীতল সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও তার স্টাফরা—এমনটাই বলছে স্প্যানিশ গণমাধ্যম।
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে শিবিরের ভেতরের পরিবেশ নিয়ে ঘুম হারাচ্ছে কোচিং টিম। তাদের ভয়—এই ব্যক্তিগত দ্বন্দ্ব দলীয় ঐক্যে ফাটল ধরাতে পারে।
সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের সময় লামিন ইয়ামালকে ঘিরে রিয়াল খেলোয়াড়দের সঙ্গে একাধিক উত্তপ্ত মুহূর্ত দেখা যায়। হুয়াইসেনের সঙ্গে তর্ক, ‘গার্ড অব অনার’–এ লামিনের শীতল প্রতিক্রিয়া এবং কারভাহালের হস্তক্ষেপ—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এই দৃশ্যগুলো স্পেন শিবিরে অবিশ্বাস তৈরি করেছে। কোচিং স্টাফ মনে করছেন, জাতীয় দলে ৪০ দিনের ক্যাম্পের সাফল্য নির্ভর করে সম্পূর্ণ সুস্থ সহাবস্থানের ওপর—যেটা এখন প্রশ্নের মুখে।
স্পেন কোচ শুরু থেকেই দলীয় রসায়নকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণেই তিনি সার্জিও রামোসকে দলে রাখেননি। একইভাবে তিনি জোয়ান গার্সিয়াকে ধীরে ধীরে দলে যুক্ত করেছেন, যাতে গোলরক্ষক ইউনিটে ভারসাম্য নষ্ট না হয়।
এখন ফেডারেশনের সদর দপ্তরকে বলা হয়েছে, লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের সম্পর্ক ‘স্বাভাবিক’ করার পথ খুঁজে বের করতে।
স্পেন ইউরো চ্যাম্পিয়ন এবং বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। কিন্তু দে লা ফুয়েন্তে জানেন—ড্রেসিংরুমের ভেতরের দ্বন্দ্ব বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিতে পারে।
বার্তা পরিষ্কার: মাঠে প্রতিভা থাকলেই হবে না—দলের ভেতরে শান্তি না থাকলে শিরোপা দূরের স্বপ্ন।