চট্টগ্রাম-৪ ( চসিক ৯-১০নং ওয়ার্ড ) আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানী শেষে কমিশন আসলাম চৌধুরীর প্রার্থীতা বহাল রাখে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের জন্য জামায়াতের প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী ও দুটি ব্যাংক আপীল আবেদন করে। আপিলে মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয় তুলে ধরা হয়। গত শনিবার আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের আপীল শুনানী থাকলেও রোববার পর্যন্ত সেটি অপেক্ষমান রাখে কমিশন। রোববার নির্ধারিত দিনে নির্বাচন কমিশনাররা উভয় পক্ষের বক্তব্য শোনেন।
শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষ থেকে আইনগত ও নথিভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়। কমিশন সব তথ্য, কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা করে কোনো আইনগত ত্রুটি বা নির্বাচন বিধি লঙ্ঘনের প্রমাণ নেই। শুনানি শেষে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে আপিলগুলো খারিজ করে দেয় এবং আসলাম চৌধুরীর মনোনয়নকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করে।
এর ফলে তার প্রার্থীতার উপর রিটার্নিং কর্মকর্তার দেওয়া বৈধতা বহাল থাকল। আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইলো না।