
ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে শোবিজ অঙ্গনে আবারও মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পর তার দ্বিতীয়বার মা হওয়ার এই খবরটি এখন টক অব দ্য টাউন।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বুবলীর শারীরিক গড়ন ও পোশাকের ধরনে 'বেবিবাম্প' স্পষ্ট দেখা গেছে বলে ধারণা করছেন অনেকে, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী সরাসরি কোনো তথ্য না দিয়ে বিষয়টি রহস্যময় করে রাখেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলকে তিনি সম্মান করেন, তবে এ ধরনের সংবেদনশীল বিষয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও উপলক্ষ প্রয়োজন। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে এসব নিয়ে বিস্তারিত কথা বলতে তিনি অপরাগতা প্রকাশ করেন।
একই সাথে ভুল ও ভিত্তিহীন সংবাদ প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না, কিন্তু তার বক্তব্য না নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করা দুঃখজনক।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে শাকিব খান ও ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় কাটিয়েছেন বুবলী। সেই সফরের পর থেকেই তার মা হওয়ার খবরটি আলোচনায় আসে। তবে শাকিব বা বুবলী—কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় রহস্যটি থেকেই যাচ্ছে।