
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের ইতিহাস ভেঙে নজিরবিহীন তুষারপাত রেকর্ড করা হয়েছে।
ভয়াবহ এই তুষারঝড়ের কবলে পড়ে পুরো অঞ্চল এখন বরফের স্তূপে পরিণত হয়েছে, যার ফলে সাধারণ জীবনযাত্রা পুরোপুরি অচল। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বিভিন্ন এলাকায় ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে এবং কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে যাওয়ার মতো অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী তুষারের চাপ ও তুষারধসে ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
পরিস্থিতির চরম অবনতি হওয়ায় গত ১৫ জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ। তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট এবং বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ বিভ্রাট। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঘরে বন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট বন্ধ থাকায় দোকানগুলোতে রুটি, দুধ ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপের প্রভাবে এই প্রবল বাতাস ও টানা তুষারপাত হচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। কামচাটকা অঞ্চল তীব্র শীতের জন্য পরিচিত হলেও এবারের এই ‘তুষার বিপর্যয়’ আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সঠিক সময়ে ভবনের ছাদ থেকে বরফ না সরানোর কারণে ঝুঁকি আরও বেড়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।