
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ওপর কোনো হামলা হলে এমন প্রতিক্রিয়া জানানো হবে যা ইরান আগে কখনো দেখেনি।
সোমবার দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। একইসঙ্গে তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ সমালোচকদের উদ্দেশ্যে বলেন, তাকে স্বৈরাচারী বলার আগে ইরানের ভেতরের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
গাজা ইস্যুতে নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে, প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপে তুরস্ক বা কাতারের কোনো নিরাপত্তা বাহিনী গাজায় থাকতে পারবে না; তবে তারা শাসন পরিচালনার নির্বাহী বোর্ডে থাকতে পারবে।
তিনি শর্ত দিয়েছেন যে, গাজাকে অবশ্যই সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও সামরিক কার্যক্রমমুক্ত করতে হবে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে চলা এই যুদ্ধে এ পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।