ঢাকার সাভারে আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিন জনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টিম জানান, দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল।
তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভ দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত। স্থানীয় জনগণও আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজি কার্যক্রমের বিষয়ে মৌখিক অভিযোগ করেন। আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।