
ঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইতালীয় আন্ডারসেক্রেটারি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে তার দেশের সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুদানের আবেইতে শহীদ বাংলাদেশি সেনাসদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের (বানাটু-১৪) প্রতিস্থাপনকারী ৬২ জন সদস্যকে বিদায়ী ব্রিফিং প্রদান করেন। বিমান সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শান্তিরক্ষীদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া প্রশাসনিক খবরের অংশ হিসেবে জানা গেছে যে, দেশে নতুন চারটি থানা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হচ্ছে।