
দীর্ঘ সাড়ে চার বছর পর ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেলেও তা ধরে রাখতে পারলেন না ভারতীয় তারকা বিরাট কোহলি।
আইসিসির নতুন ঘোষিত র্যাঙ্কিং অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটিংয়ের এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের মাটিতে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই বড় লাফ দেন মিচেল।
সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ৪১ রানের জয়ে মিচেল খেলেছিলেন ১৩৭ রানের অনবদ্য ইনিংস, যেখানে কোহলির ১২৪ রানের লড়াকু ইনিংসও তাকে সিংহাসন বাঁচাতে সাহায্য করতে পারেনি। এই পরিবর্তনের ফলে ভারতের রোহিত শর্মা চার নম্বরে নেমে গেছেন এবং তিন নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। এছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে লোকেশ রাহুল এক ধাপ এগিয়ে দশে জায়গা করে নিলেও এক ধাপ পিছিয়ে ১১ নম্বরে চলে গেছেন শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও বড় উন্নতি করেছেন, তিনি ১৬ ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে অবস্থান করছেন।
অন্যদিকে, ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বোলারদের র্যাঙ্কিংয়ে বড় রদবদল লক্ষ্য করা গেছে; ভারতের কুলদীপ যাদব চার ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছেন।
তবে কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ৩৩ নম্বরে এবং ভারতের হার্শিত রানা ও আর্শদ্বীপ সিং র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। ওয়ানডে বোলারদের শীর্ষে রয়েছেন রশিদ খান এবং দ্বিতীয় স্থানে আছেন জফরা আর্চার। টি-টোয়েন্টি ফরম্যাটেও আফগান ক্রিকেটারদের জয়জয়কার লক্ষ্য করা গেছে। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বরুণ চক্রবর্তী শীর্ষে থাকলেও দুই ধাপ উন্নতি করে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রশিদ খান। এছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ইবরাহিম জাদরান ৫ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন।