
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা আজ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি আর দেবী অর্চনার মাধ্যমে পালন করছেন এই অন্যতম ধর্মীয় উৎসব। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চেপে দেবী সরস্বতী মর্ত্যে আগমন করেন।
সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার এবং এটি সবার জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারাও পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন যেন বাগদেবীর আরাধনা সবার মনের অন্ধকার দূর করে একটি বৈষম্যহীন ও আলোকিত সমাজ গড়তে সহায়তা করে।
চট্টগ্রামের মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল ৮টা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ বছর সারাদেশে রেকর্ডসংখ্যক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা সম্ভবত বিশ্বের কোথাও দেখা যায় না। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে পুষ্পাঞ্জলি, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি এবং শিশুদের জন্য বিশেষ মেলার আয়োজন।
সারাদেশে চলছে উৎসবের আমেজ। পূজা মণ্ডপগুলো এখন শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢক-ঢোলের শব্দে মুখরিত।