গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে মা নিখোঁজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন রিমি আঞ্জুম (৩৫) নামে এক গৃহবধূ। তিনি পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট গ্রামের নামজমুল ইসলাম সবুজের স্ত্রী।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলতাফ হোসেন গোলন্দাজ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর ভাগনি তিথি জানান, আমরা ৬ জন কৃষ্ণবাজার এলাকার স্বজন আল-আমিনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নৌকা ভ্রমণ করতে ব্রহ্মপুত্র নদে যায়। ফিরে আসার সময় আমার মামী রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে (৩) নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। মামী তার শিশু সন্তানকে পানির ওপরে তুলে ধরলে নৌকার মাঝি সাদকে নৌকায় তুললে ফেলেন। কিন্তু মামী পানিতে তলিয়ে যান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো হদিস পায়নি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, উদ্ধার অভিযান এখন বন্ধ আছে। সকালে আবার শুরু করা হবে।