মাগুরা বিআরটিএর ঘুষ বাণিজ্যের মাস্টারমাইন্ড -জিল্লুর রহমান

মাগুরা বিআরটিএর প্রভাবশালী দালালচক্রের অন্যতম সদস্য জিল্লুর রহমান
ঘটনা ক্রমে পরিচয় হয় মাগুরায় সেই সময়ের কর্মরত ছিলেন বিআরটিএর অন্যতম দুর্নীতিবাজ এডি বিলাস সরকার (স্বর্গীয়) তিনি জিল্লুর রহমানকে নিয়ে আসেন মাগুরা বিআরটিএর কার্যালয়ে মাস্টার রোলের কর্মচারী হিসেবে। বিভিন্ন তদবির ও অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কাজ এই জিল্লুর রহমান এর মাধ্যমেই শুরু হয়। অল্প কিছুদিনের মধ্যেই জিল্লুর রহমান পুরো বিআরটিএ অফিসে রাম রাজত্ব কায়েম করেন, হাতে পেয়ে যান টাকা বানানোর আলাদিনের চেরাগ, এরপর আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে সে বিপুল অর্থ-বিত্তের মালিক। মাগুরা পুলিশলাইনে নিজে বসবাস করেন একটা বাড়িতে, মাগুরা পুলিশ সুপারের বাসভবনের পাশে একটা প্লট কিনে বিশাল অট্টালিকা তৈরি করছেন এবং মাগুরা জেলার আরো অণ্যান যাইগাতে বাড়ি কিনেছেন সেটাও কোটি টাকার উপরে, আঠারোকাদাতে জায়গা কিনেছেন ১০ শতকের একটা প্লট।তারপাশেই আর একটা কিনেছেন ৪ শতকের একটা প্লট এবং এই জিল্লুর রহমানের দুইটা গাড়ি আছে।