দেশব্যাপী ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে

দেশব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেছে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার বিকেল ৩টার দিকে রাজধানী জুরাইন জেলগেট বিক্রমপুর প্লাজা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি উদ্বোধন হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে যে সব ইসলামপন্থী রাজনৈতিক দল আছে তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের মানুষেরা ইসলামপন্থী এই দলের প্রতি আস্থা রেখেছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা উপজেলা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তারা বলেন, ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য ইসলামিক দল হিসেবে একটি রোল মডেল পরিগণিত হয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। একনিষ্ঠ মনোবল, সততা এবং বুদ্ধিমত্তার সঙ্গে ইসলামের সৌন্দর্যের ছায়াতলে সব শ্রেণির পেশাজীবিদের আনতে নিরলসভাবে পরিশ্রম করতে হবে।