মাগুরায় শত্রুৎিপুররে মন্দির পাহারায় দায়িত্বে ইসলামী আন্দোলনের কর্মীরা

মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নে দুর্গাপুজায় নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা।
বৃহঃপতিবার সকালে শত্রুজিৎপুর ইউনিয়নের মন্দির পর্যবেক্ষন করেন ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মুছাপুরি ও ইসলামী আন্দোলনের সদস্যদেরা । বিজয়৭১ জানিয়েছেন তারা সারা রাত ভর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার স্বার্থে পাহারা দেবেন । যদি কোন দুষ্কৃতিকারী অপকর্ম করার চেষ্টা করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এটা শক্ত হাতে দমন করবে। চেয়াম্যান ওসমান গনি বলেন পুজা শেষ না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা সব সময় মাঠে আছে ও থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলার শাখার সভাপতি ও হাফেজ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “দলের প্রধানের নির্দেশে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও উপসনালয় পাহারা দেওয়া হচ্ছে। আমরা বাঙালি, সবাই ভাই ভাই।” পুজাকে কেন্দ্র করে কোন মহন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপশক্তি চালালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এটা মেনে নেবে না।