একটা সিটের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না; হাসনাত আব্দুল্লাহ
একটা সিটের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না; হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, একটা সিটের বিনিময়ে, ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না। আমরা এমন বাংলাদেশে আর ফিরে যেতে চাই না, যে বাংলাদেশে একটি স্ট্যাটাস দিলে রাতে সিনিয়ররা তা ডিলিট করে হল থেকে বের করার ঘটনা ঘটবে। আমরা এই জায়গায় সচেতন থাকবো। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা অন্যের মতকে সম্মান করবো।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে বৈষম্যবিরোধীর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ কোনো কবিতা নয়। কোনো রাজনৈতিক রেটোরিক নয়। এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটি দ্বিতীয় বাংলাদেশের একটি তফসিল। এই জুলাই সনদের ঘোষণা অবশ্যই দিতে হবে। ৩ আগস্ট আমরা ঢাকার শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্রের জন্য মিলিত হবো। সরকার যদি জুলাই ঘোষণাপত্র না দেয় তাহলে আমাদের আর পিছনে ফেরার সুযোগ নাই।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় জুলাই আন্দোলনে শহিদ সাব্বিরের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী ও ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যরা উপস্থিত ছিলেন।