‘ছাত্রলীগ করেছি, অস্বীকার করছি না, কিন্তু এখন শিবির করি’
.jpg)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবীর ২০২১ ও ২০২২ সালের কিছু পুরনো ফেসবুক পোস্ট ও ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে তাকে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে যুক্ত দেখা গেছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া পোস্টগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালের ২৯ ডিসেম্বর এবং ২০২২ সালের ১৪ নভেম্বরের দুটি পোস্ট। তাতে আবরার ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়েছেন। এছাড়া তার ফেসবুক আইডি থেকে পাওয়া পোস্টে বগিভিত্তিক ছাত্রলীগের উপগ্রুপ 'ভার্সিটি এক্সপ্রেস' (ভিএক্স)-এর নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে “প্রিয় ভাই” সম্বোধন করে লেখা রয়েছে একটি স্ট্যাটাস।
এছাড়াও দেখা যায়, তিনি আওয়ামী লীগ নেতা আ. জ. ম. নাছির উদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে, জামায়াত-শিবিরবিরোধী কিছু মন্তব্যও করেছেন।
এ বিষয়ে আবরার ফারাবী বলেন, “২০২২ সালের ১৭ জুন পর্যন্ত আমি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম। এরপর রাজনীতি থেকে কিছুদিন দূরে থেকে ২০২৩ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দিই। এরপর আমি হল ত্যাগ করি এবং শিবিরে দায়িত্বশীল হিসেবে কাজ শুরু করি। জুলাই বিপ্লবের আগে থেকেই আমি শিবিরের কর্মসূচিতে সক্রিয় ছিলাম।”
তিনি আরও জানান, “আমি ছাত্রলীগ করতাম, সেটা অস্বীকার করছি না। তবে ২০২২ সালের জুনের পর ছাত্রলীগের কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না।”
চবি শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আবরার ফারাবীর যেসব ফেসবুক পোস্ট এখন সামনে আসছে, সেগুলো তার ছাত্রলীগে থাকার সময়কার। পরে সে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবিরে যুক্ত হয় এবং নিয়মমাফিক সদস্যপদ ও মানোন্নয়ন সম্পন্ন করে। বর্তমানে সে আমাদের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “অনেকেই বলছেন, সে জুলাই বিপ্লবের পর শিবিরে যোগ দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সে তার আগেই শিবিরে যুক্ত হয়েছিল এবং সংগঠনের দায়িত্বেও ছিল।”
সামাজিক মাধ্যমে এসব পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, কীভাবে একজন সাবেক ছাত্রলীগকর্মী মাত্র এক বছরের ব্যবধানে শিবিরের শীর্ষপদে অধিষ্ঠিত হলেন।
এআরই/নিউজটুডে