ধর্ষণ মামলার আসামি ওলামা লীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি ও ওলামা লীগের সাবেক নেতা আবু তাহের কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আবু তাহের (৪৫) ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মাস্টারের ছেলে। তিনি ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার এবং উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, আবু তাহের কাজীর বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি মামলার এজহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, "আবু তাহের কাজী বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, আবু তাহের কাজী দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করা, জোরপূর্বক অতিরিক্ত ফি আদায় এবং নকল কাবিননামা সরবরাহসহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে তার বিরুদ্ধে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল।ল।