সহকর্মীর সঙ্গে ভিডিও পোস্ট করে আবারও আলোচনায় পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব থাকেন। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো খোলামেলা মন্তব্য বা ছবি পোস্ট করে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবারও এর ব্যতিক্রম হলো না।
মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন পরী। ভিডিওটিতে দেখা যায়, কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসিমুখে পোজ দিচ্ছেন নায়িকা। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সুরেলা একটি সংগীত। ভিডিওর ক্যাপশনে সংক্ষেপে লেখা, “ভাই”।
ভিডিওটি প্রকাশের পর থেকেই এটি ঘিরে শুরু হয় নানা আলোচনা ও ট্রল। অনেকেই প্রশ্ন তুলেছেন,‘ভাই ডাকার পরও এত ঘনিষ্ঠ ভঙ্গিমা কেন?’ কেউ কেউ আবার এর পেছনে সম্পর্কের ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টাও করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পরীমনি।
তবে এমন সহকর্মীর সঙ্গে পরীর খুনসুটি নতুন নয়। এর আগেও গোলাম হোসেনের হাত ধরে আলিঙ্গনের ভঙ্গিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন পরী। সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় জল্পনা-কল্পনা।
পরে পরীমনি স্পষ্ট করে জানান, ভিডিওটি ছিল “শুধু ভক্তদের চমকে দেওয়ার জন্য একটি প্র্যাংক”।
পরীমনির ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে, গোলাম হোসেন প্রায় সব জায়গাতেই তাঁর সঙ্গী থাকেন, চলচ্চিত্রের শুটিং, ব্যক্তিগত অনুষ্ঠান, এমনকি অবসর সময়েও। ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নাচ, সমুদ্রবিলাস, কিংবা একসঙ্গে ছবি তোলার মতো মুহূর্তগুলোতে নিয়মিতই দেখা গেছে দুজনকে।
আর সে কারণেই নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, এবং পরীমনিকে নিয়ে ফের তৈরি হয়েছে আলোচনার ঢেউ।