ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আজ রাতের আকাশে পূর্ণিমার সবচেয়ে উজ্জ্বল চাঁদ, সুপারমুন

নভেম্বরের এই সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের অন্যতম বড় ও উজ্জ্বল চাঁদ, বা সুপারমুন। এটি ২০২৫ সালের তিনটি ধারাবাহিক সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি। আজকের রাত যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’-এর সঙ্গে, যা এক রঙিন ও ঝলমলে মহাজাগতিক দৃশ্যের সঙ্গে মিলিত হবে।

সুপারমুন তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে, যা পেরিজি হিসেবে পরিচিত। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় বড় এবং আরও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘুরে পেরিজিতে আসে, তখন তা প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে, আর দূরতম অবস্থানে বা অ্যাপোজিতে ২ লাখ ৫০ হাজার মাইল দূরে চলে যায়।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন ১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল। আজকের সুপারমুনকে বিশেষভাবে ‘বিভার মুন’ বলা হচ্ছে। বহু শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ও প্রাচীন ইউরোপীয়রা নভেম্বরে বিভারদের খাদ্য সংগ্রহ ও শীতের প্রস্তুতির সঙ্গে এই নাম ব্যবহার করতেন।

আকাশ স্পষ্ট থাকলে এই মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। ২০২৫ সালের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আজ রাতের আকাশে পূর্ণিমার সবচেয়ে উজ্জ্বল চাঁদ, সুপারমুন

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নভেম্বরের এই সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের অন্যতম বড় ও উজ্জ্বল চাঁদ, বা সুপারমুন। এটি ২০২৫ সালের তিনটি ধারাবাহিক সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি। আজকের রাত যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’-এর সঙ্গে, যা এক রঙিন ও ঝলমলে মহাজাগতিক দৃশ্যের সঙ্গে মিলিত হবে।

সুপারমুন তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে, যা পেরিজি হিসেবে পরিচিত। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় বড় এবং আরও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘুরে পেরিজিতে আসে, তখন তা প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে, আর দূরতম অবস্থানে বা অ্যাপোজিতে ২ লাখ ৫০ হাজার মাইল দূরে চলে যায়।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন ১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল। আজকের সুপারমুনকে বিশেষভাবে ‘বিভার মুন’ বলা হচ্ছে। বহু শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ও প্রাচীন ইউরোপীয়রা নভেম্বরে বিভারদের খাদ্য সংগ্রহ ও শীতের প্রস্তুতির সঙ্গে এই নাম ব্যবহার করতেন।

আকাশ স্পষ্ট থাকলে এই মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। ২০২৫ সালের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।