ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ভূতুড়ে রূপে হাজির শাবনূর, আইজানের সঙ্গে হ্যালোইনের মজা

প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর পালিত হলো ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। ভূত, ডাইনি, জম্বি সহ নানা ভয়ংকর চরিত্রের সাজে অংশগ্রহণকারীরা উৎসবকে উপভোগ করেন। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই পশ্চিমা উৎসব। এ বছরও সেই ধারার অংশ হয়ে চমক দেখালেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, শাবনূর ডাইনির সাজে, আর তার ছেলে আইজান ভূতের রূপে উপস্থিত। চোখের পাশে লালচে রঙ যেন রক্তের প্রবাহের মতো, যা সাজটিকে দিয়েছে এক ভয়ংকর বাস্তবতা।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!” পাশাপাশি যোগ করেছেন, “এটা শুধু মজার জন্য।”

ভক্তরা শাবনূরের এই রূপ দেখে মুগ্ধ ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, “আপনি সব সময়ই চমকে দিতে জানেন।”

হ্যালোইন উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো। মূলত মৃত আত্মাদের স্মরণে ও অশুভ শক্তিকে দূরে রাখতে এই দিনটি পালন করা হতো। বর্তমানে এটি রঙিন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভয় ও আনন্দ মিলে তৈরি করে এক অনন্য উদযাপন।

শাবনূরের অংশগ্রহণ প্রমাণ করল, তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের চমকে দিতে জানেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভূতুড়ে রূপে হাজির শাবনূর, আইজানের সঙ্গে হ্যালোইনের মজা

আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর পালিত হলো ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। ভূত, ডাইনি, জম্বি সহ নানা ভয়ংকর চরিত্রের সাজে অংশগ্রহণকারীরা উৎসবকে উপভোগ করেন। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই পশ্চিমা উৎসব। এ বছরও সেই ধারার অংশ হয়ে চমক দেখালেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, শাবনূর ডাইনির সাজে, আর তার ছেলে আইজান ভূতের রূপে উপস্থিত। চোখের পাশে লালচে রঙ যেন রক্তের প্রবাহের মতো, যা সাজটিকে দিয়েছে এক ভয়ংকর বাস্তবতা।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!” পাশাপাশি যোগ করেছেন, “এটা শুধু মজার জন্য।”

ভক্তরা শাবনূরের এই রূপ দেখে মুগ্ধ ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, “আপনি সব সময়ই চমকে দিতে জানেন।”

হ্যালোইন উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো। মূলত মৃত আত্মাদের স্মরণে ও অশুভ শক্তিকে দূরে রাখতে এই দিনটি পালন করা হতো। বর্তমানে এটি রঙিন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভয় ও আনন্দ মিলে তৈরি করে এক অনন্য উদযাপন।

শাবনূরের অংশগ্রহণ প্রমাণ করল, তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের চমকে দিতে জানেন।