ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের মাঝে নস্টালজিয়া তৈরি করেছেন। ছবির ক্যাপশনে তিনি ফ্যাশন কিংবা গ্ল্যামার নয়, বরং তুলে ধরেছেন মায়ের শাড়ির প্রতি নিজের গভীর আবেগ ও ভালোবাসার এক অনন্য গল্প।

ফারিণ স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ি দেখে তার মনে হতো কবে বড় হবেন আর মায়ের মতো শাড়ি পরে দাওয়াতে যাবেন। সেই শৈশবের কৌতূহল আজও তার ভেতরে অমলিন। মায়ের সঙ্গে তার শাড়ি নিয়ে এক মিষ্টি সম্পর্কের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখনো মা নতুন শাড়ি কিনলে সেটি প্রথম পরার সুযোগ পান ফারিণই। এমনকি মায়ের আলমারির এমন কিছু শাড়ি আছে যা মা কখনো পরেননি, সেগুলো ফারিণ নিজের সংগ্রহে রেখে দিয়েছেন।

ফারিণের কাছে পৃথিবীর যেকোনো দামী ব্র্যান্ডের পোশাকের চেয়ে মায়ের আলমারির শাড়িগুলো অনেক বেশি মূল্যবান ও সুন্দর। তিনি মনে করেন, মায়েরা হয়তো এভাবেই নিঃশব্দে সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফারিণের এই আবেগঘন পোস্টটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং অনেকেই নিজের মায়ের সঙ্গে কাটানো শৈশবের স্মৃতির মিল খুঁজে পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণ

আপডেট সময় : ০৫:২১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের মাঝে নস্টালজিয়া তৈরি করেছেন। ছবির ক্যাপশনে তিনি ফ্যাশন কিংবা গ্ল্যামার নয়, বরং তুলে ধরেছেন মায়ের শাড়ির প্রতি নিজের গভীর আবেগ ও ভালোবাসার এক অনন্য গল্প।

ফারিণ স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ি দেখে তার মনে হতো কবে বড় হবেন আর মায়ের মতো শাড়ি পরে দাওয়াতে যাবেন। সেই শৈশবের কৌতূহল আজও তার ভেতরে অমলিন। মায়ের সঙ্গে তার শাড়ি নিয়ে এক মিষ্টি সম্পর্কের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখনো মা নতুন শাড়ি কিনলে সেটি প্রথম পরার সুযোগ পান ফারিণই। এমনকি মায়ের আলমারির এমন কিছু শাড়ি আছে যা মা কখনো পরেননি, সেগুলো ফারিণ নিজের সংগ্রহে রেখে দিয়েছেন।

ফারিণের কাছে পৃথিবীর যেকোনো দামী ব্র্যান্ডের পোশাকের চেয়ে মায়ের আলমারির শাড়িগুলো অনেক বেশি মূল্যবান ও সুন্দর। তিনি মনে করেন, মায়েরা হয়তো এভাবেই নিঃশব্দে সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফারিণের এই আবেগঘন পোস্টটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং অনেকেই নিজের মায়ের সঙ্গে কাটানো শৈশবের স্মৃতির মিল খুঁজে পেয়েছেন।