ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

লাল শাড়িতে জেফার, শেরওয়ানিতে রাফসান; প্রকাশ্যে এল বিয়ের ছবি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে এক ছাদের নিচে এলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা—উপস্থাপক রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমান। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে এই তারকা জুটি নিজেরাই ভক্তদের সুসংবাদটি নিশ্চিত করেছেন।

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড প্রোফাইল থেকে জেফারকে ট্যাগ করে একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়ে লেখেন যে, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়ে তারা জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায়ে পা রাখলেন।

প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে অত্যন্ত রোমান্টিক ও প্রাণবন্ত দেখা গেছে। কনে জেফার রহমান লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি এবং সোনালি-সবুজ পাথরের ভারী গয়নায় সেজেছিলেন আভিজাত্যের সাজে। অন্যদিকে বর রাফসান সাবাব পরেছিলেন অফ-হোয়াইট বা ক্রিম রঙের শেরওয়ানি ও পাগড়ি। ছবিগুলোতে দুজনের মিষ্টি হাসিমাখা মুখ আর একে অপরের প্রতি ভালোবাসার দৃষ্টি ভক্তদের নজর কেড়েছে।

উল্লেখ্য যে, গত প্রায় এক বছর ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোবিজ পাড়ায় চর্চিত ছিল। ব্যাংকক সফরসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করে আসতেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ সেই বন্ধুত্বের সম্পর্ককেই পরিণয়ে রূপ দিলেন এই দুই তারকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লাল শাড়িতে জেফার, শেরওয়ানিতে রাফসান; প্রকাশ্যে এল বিয়ের ছবি

আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে এক ছাদের নিচে এলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা—উপস্থাপক রাফসান সাবাব এবং কণ্ঠশিল্পী জেফার রহমান। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে এই তারকা জুটি নিজেরাই ভক্তদের সুসংবাদটি নিশ্চিত করেছেন।

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দুপুর ২টা ১ মিনিটে রাফসান সাবাব তার ভেরিফায়েড প্রোফাইল থেকে জেফারকে ট্যাগ করে একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়ে লেখেন যে, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হয়ে তারা জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায়ে পা রাখলেন।

প্রকাশিত ছবিগুলোতে নবদম্পতিকে অত্যন্ত রোমান্টিক ও প্রাণবন্ত দেখা গেছে। কনে জেফার রহমান লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি এবং সোনালি-সবুজ পাথরের ভারী গয়নায় সেজেছিলেন আভিজাত্যের সাজে। অন্যদিকে বর রাফসান সাবাব পরেছিলেন অফ-হোয়াইট বা ক্রিম রঙের শেরওয়ানি ও পাগড়ি। ছবিগুলোতে দুজনের মিষ্টি হাসিমাখা মুখ আর একে অপরের প্রতি ভালোবাসার দৃষ্টি ভক্তদের নজর কেড়েছে।

উল্লেখ্য যে, গত প্রায় এক বছর ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোবিজ পাড়ায় চর্চিত ছিল। ব্যাংকক সফরসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করে আসতেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ সেই বন্ধুত্বের সম্পর্ককেই পরিণয়ে রূপ দিলেন এই দুই তারকা।