ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ধামরাইয়ে মসজিদের জমি দখলের অভিযোগে মুসল্লিদের বিক্ষোভ মিছিল

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগে এবং এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ অ্যাডভোকেট কামাল আহমেদ গং দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বক্তারা বলেন,“মসজিদ ঘরের জমি দখল কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দখলদারদের খুঁটির জোর কোথায়, তা তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান আনছারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, আলহাজ্ব সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান, খলিলুর রহমান আনছারী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রাম-১৩ আসনে জমায়াত জয়ী হলে শিক্ষা-পর্যটনে উন্নতি করা হবে-মাহমুদুল হাসান চৌধুরী

ধামরাইয়ে মসজিদের জমি দখলের অভিযোগে মুসল্লিদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগে এবং এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ অ্যাডভোকেট কামাল আহমেদ গং দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বক্তারা বলেন,“মসজিদ ঘরের জমি দখল কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দখলদারদের খুঁটির জোর কোথায়, তা তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান আনছারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, আলহাজ্ব সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান, খলিলুর রহমান আনছারী প্রমুখ।