ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চিন্ময়ের মাথার ওপর ছাতা, আদালতে কৌতূহল

চট্টগ্রাম আদালতে আসামির মাথার ওপর ছাতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। আদালতেসা সেবা প্রার্থীরা বলছেন, আদালতে আসামির মাথার ওপর পুলিশের ছাতা ধরে রাখা এই প্রথম। চট্টগ্রাম আদালতের পথচলা শুরুতে এমন ঘটনা ঘটেনি।

আদালতে সেবা গ্রহণকারীদের ভাষ্য, চট্টগ্রাম আদালতে অনেক আলোচিত মামলা এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়ে থাকে। তাদেরকে আসামি বহনকারী গাড়ি প্রিজনভ্যান থেকে নামানোর সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আসামিদের মধ্যে উগ্রতা ভাব থাকলে ডান্ডাবেড়ি লাগানো হয়। কিন্তু আসামির মাথার ওপর বিশেষ ছাতা ধরে আদালতে হাজির করানোর নজির এই প্রথম।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় দেখা গেছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণকে নামানো হয়। এ ছাড়া তিনি হেলমেট এবং বুলেটফ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। এ সময় চিন্ময়ের মাথার ওপর বিশেষ ছাতা ধরে ছিলেন একজন পুলিশ সদস্য। ছাতার কারণে চিন্ময় দাসের চেহারা দেখা যাচ্ছিল না। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের ছবি, ভিডিও ফুটেজ নিতে বেগ পেতে হচ্ছিল।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণ নামার পর তার মাথার ওপর একটি ছাতা ধরে একজন পুলিশ সদস্য। আদালতের ভেতর প্রবেশের পরও ছাতাটি চিন্ময়ের মাথার ওপর ছিল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে প্রবেশ করার পর ছাতাটি বন্ধ করা হয়।

বিশেষ ছাতার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, আসামির বিশেষ নিরাপত্তার জন্য ছাতা ব্যবহার করা হয়েছে। অনেক সময় ডিম, পানির বোতল আসামিকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়। তাই সবদিক বিবেচনায় আমরা ছাতা ব্যবহার করেছি।

এ বিষয়ে জেলা আইনজীবী মীর শফিকুল ইসলাম বিজন বলেন, নিরাপত্তার মধ্য দিয়ে আলিফ হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে। সকাল থেকে আদালতের প্রবেশমুখে তল্লাশিচৌকি ছিল। নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ ছিলেন। আলোচিত আসামির ক্ষেত্রে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে নিরাপত্তা দেওয়ার বিধান রয়েছে। চিন্ময় দাসকেও ছাতা দিয়ে নিরাপত্তা দিয়েছে পুলিশ। যদিও সাধারণ মানুষের মাঝে ছাতা নিয়ে কৌতূহল থাকবে এটা স্বাভাবিক।

২০২৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংসদ ভেঙে দিচ্ছেন তাকাইচি: জাপানের ইতিহাসে নতুন রাজনৈতিক মোড়

চিন্ময়ের মাথার ওপর ছাতা, আদালতে কৌতূহল

আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম আদালতে আসামির মাথার ওপর ছাতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। আদালতেসা সেবা প্রার্থীরা বলছেন, আদালতে আসামির মাথার ওপর পুলিশের ছাতা ধরে রাখা এই প্রথম। চট্টগ্রাম আদালতের পথচলা শুরুতে এমন ঘটনা ঘটেনি।

আদালতে সেবা গ্রহণকারীদের ভাষ্য, চট্টগ্রাম আদালতে অনেক আলোচিত মামলা এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়ে থাকে। তাদেরকে আসামি বহনকারী গাড়ি প্রিজনভ্যান থেকে নামানোর সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আসামিদের মধ্যে উগ্রতা ভাব থাকলে ডান্ডাবেড়ি লাগানো হয়। কিন্তু আসামির মাথার ওপর বিশেষ ছাতা ধরে আদালতে হাজির করানোর নজির এই প্রথম।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় দেখা গেছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণকে নামানো হয়। এ ছাড়া তিনি হেলমেট এবং বুলেটফ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। এ সময় চিন্ময়ের মাথার ওপর বিশেষ ছাতা ধরে ছিলেন একজন পুলিশ সদস্য। ছাতার কারণে চিন্ময় দাসের চেহারা দেখা যাচ্ছিল না। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের ছবি, ভিডিও ফুটেজ নিতে বেগ পেতে হচ্ছিল।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রিজনভ্যান থেকে চিন্ময় কৃষ্ণ নামার পর তার মাথার ওপর একটি ছাতা ধরে একজন পুলিশ সদস্য। আদালতের ভেতর প্রবেশের পরও ছাতাটি চিন্ময়ের মাথার ওপর ছিল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে প্রবেশ করার পর ছাতাটি বন্ধ করা হয়।

বিশেষ ছাতার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, আসামির বিশেষ নিরাপত্তার জন্য ছাতা ব্যবহার করা হয়েছে। অনেক সময় ডিম, পানির বোতল আসামিকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়। তাই সবদিক বিবেচনায় আমরা ছাতা ব্যবহার করেছি।

এ বিষয়ে জেলা আইনজীবী মীর শফিকুল ইসলাম বিজন বলেন, নিরাপত্তার মধ্য দিয়ে আলিফ হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে। সকাল থেকে আদালতের প্রবেশমুখে তল্লাশিচৌকি ছিল। নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ ছিলেন। আলোচিত আসামির ক্ষেত্রে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে নিরাপত্তা দেওয়ার বিধান রয়েছে। চিন্ময় দাসকেও ছাতা দিয়ে নিরাপত্তা দিয়েছে পুলিশ। যদিও সাধারণ মানুষের মাঝে ছাতা নিয়ে কৌতূহল থাকবে এটা স্বাভাবিক।

২০২৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।