
চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তেলের ডিও বাবদ টাকা গ্রহণ করে তেল সরবরাহ না করা, অর্থ আত্মসাত এবং চেক ডিজ-অনারের অভিযোগে এই মামলা দায়ের হয়।
বাদীপক্ষের অভিযোগ বলেন, শাহাবুদ্দিন হোসাইন অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় তেলের ডিও বাবদ বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময়েও তিনি তেল সরবরাহ করেননি এবং টাকা ফেরতও দেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে আদালতের শরণাপন্ন হয় ভুক্তভোগী প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে শাহাবুদ্দিনের মালিকানাধীন একাধিক চেক ডিজঅনার হলে আদালতে চেক জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়।
আদালতের নথি অনুযায়ী, গত বছরের জুলাই মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তা দীর্ঘদিন কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে, অর্থ ও প্রভাব খাটিয়ে পরোয়ানা আটকে রাখা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ প্রক্রিয়ায় তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার তারেক শাহাবুদ্দিনকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
বাদীপক্ষের ধারাবাহিক চাপের মুখে চলতি বছরের জানুয়ারিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাগুলো সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। এ তালিকায় নাম রয়েছে মিসেস ইয়াছমীন আলম (স্ত্রী), সাজ্জাদ আরেফীন আলম (সন্তান), শাহরিয়ার আরেফীন আলম (সন্তান), মনজুর আলম (ভাই)।
খুলশী থানায় পাঠানো গ্রেপ্তারি পরোয়ায় এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা মিসেস লায়লা বেগম।
ইমিগ্রেশনে পাঠানোর আবেদন নথিতে বাদীপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানায়, অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা ইমিগ্রেশনে পাঠানোর জন্য আদালতে পিটিশন করা হয়। তবে আদালত আবেদনটি নথিজাত করেন।
বাদীপক্ষ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পক্ষপাতহীন অবস্থান নিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এস এ গ্রুপের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক, খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ আত্মসাত, চেক জালিয়াতি, প্রতারণা ও নিম্নমানের খাদ্যসামগ্রী বাজারজাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না পেলে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাঈদুল রহমান সাকিব 























