ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২

শীত শেষ না হতেই সবজির বাজারে চড়া দাম

 বাজারে শীতের আমেজ ফুরানোর আগেই উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিভিন্ন কাঁচাবাজার ঘুরে চড়া দামের এই চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। শীতের পরিচিত সবজি মুলা ও শিমের দামও এখন ঊর্ধ্বমুখী।

ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন আগেও যে ফুলকপি ২০-৩০ টাকায় পাওয়া যেত, এখন তা ৪০ থেকে ৫০ টাকার নিচে মিলছে না। বাজারের এক ক্রেতা জানান, সব ধরনের সবজিতেই কেজিতে অন্তত ১০-২০ টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীত মৌসুম শেষ হয়ে আসায় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমতে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীত শেষ না হতেই সবজির বাজারে চড়া দাম

আপডেট সময় : ০১:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

 বাজারে শীতের আমেজ ফুরানোর আগেই উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিভিন্ন কাঁচাবাজার ঘুরে চড়া দামের এই চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। শীতের পরিচিত সবজি মুলা ও শিমের দামও এখন ঊর্ধ্বমুখী।

ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন আগেও যে ফুলকপি ২০-৩০ টাকায় পাওয়া যেত, এখন তা ৪০ থেকে ৫০ টাকার নিচে মিলছে না। বাজারের এক ক্রেতা জানান, সব ধরনের সবজিতেই কেজিতে অন্তত ১০-২০ টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীত মৌসুম শেষ হয়ে আসায় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমতে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে।