ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের গণসংযোগ শুরু, প্রথম দিনেই ব্যাপক জনসম্পৃক্ততা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম আজ গণসংযোগের প্রথম দিন ব্যাপক উৎসাহ ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন।

সকালে তিনি মুন্সিপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ছত্তার হাজি বাড়ি, ধোপাপাড়া হয়ে চান্দা পাড়া, উত্তর জেলে পাড়া ও দক্ষিণ জেলে পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা কথা সরাসরি প্রার্থীর সামনে তুলে ধরেন।

দুপুরে শফিউল আলম নজু মুন্সির বাড়ি, ভেন্ডা চৌধুরী পাড়া এবং ঘাসি মাঝির পাড়ায় গণসংযোগ করেন। তিনি এলাকার দোকানদার, শ্রমজীবী মানুষ, যুবক ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও জনকল্যাণমুখী চট্টগ্রাম গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের গণসংযোগ শুরু, প্রথম দিনেই ব্যাপক জনসম্পৃক্ততা

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের গণসংযোগ শুরু, প্রথম দিনেই ব্যাপক জনসম্পৃক্ততা

আপডেট সময় : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম আজ গণসংযোগের প্রথম দিন ব্যাপক উৎসাহ ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন।

সকালে তিনি মুন্সিপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ছত্তার হাজি বাড়ি, ধোপাপাড়া হয়ে চান্দা পাড়া, উত্তর জেলে পাড়া ও দক্ষিণ জেলে পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা কথা সরাসরি প্রার্থীর সামনে তুলে ধরেন।

দুপুরে শফিউল আলম নজু মুন্সির বাড়ি, ভেন্ডা চৌধুরী পাড়া এবং ঘাসি মাঝির পাড়ায় গণসংযোগ করেন। তিনি এলাকার দোকানদার, শ্রমজীবী মানুষ, যুবক ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও জনকল্যাণমুখী চট্টগ্রাম গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।