ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শান্ত সুনেরাহর ‘পোংটা’ রূপ দেখে চমকে গেলেন আরশ খান

পর্দায় সচরাচর তাকে শান্ত আর রোমান্টিক মেজাজেই দেখেন দর্শক। বিশেষ করে আরশ খানের সঙ্গে তার রসায়ন বরাবরই ছিল স্নিগ্ধ। তবে চরকির নতুন সিরিজ ‘আঁতকা’-র শুটিং সেটে সুনেরাহ বিনতে কামালের এক অন্য রূপ দেখে চমকে গেছেন খোদ আরশ খান। সম্প্রতি এক আড্ডায় আরশ ফাঁস করেছেন যে, বাস্তবে বা চরিত্রের প্রয়োজনে সুনেরাহ কতটা ‘পোংটা’ বা চঞ্চল হতে পারেন।

আরশ খান বলেন, “সুনেরাহর সঙ্গে আমার নিয়মিত কাজ হয়, যেখানে সাধারণত আমাদের শান্ত ও ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যায়। কিন্তু এই শুটিংয়ে ওর চঞ্চল রূপ দেখে আমি সত্যিই অবাক হয়েছি। ও যে এত দারুণভাবে ‘পোংটা’ চরিত্র ফুটিয়ে তুলতে পারে, সেটা দেখাটা বেশ মজার ছিল।” সহকর্মীর এমন মন্তব্যে সেদিনের আড্ডায় বেশ হাসির রোল পড়ে।

পাল্টা দিতে ছাড়েননি সুনেরাহ-ও। আরশের কাজের ধরন নিয়ে নিজের নতুন পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেন, “আরশ সেটে গিয়ে সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে পারে, এটা আগে জানতাম না। কারণ সাধারণত ও সব কিছুতেই নাক গলায়।”

রাবা খানের গল্প ও আরাফাত মহসীন নিধির পরিচালনায় এই পারিবারিক গল্পের সিরিজটি আসছে চরকিতে। আগামী ১৪ জানুয়ারি দিবাগত রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে আরশ-সুনেরাহ জুটির এই বৈচিত্র্যময় রসায়ন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত সুনেরাহর ‘পোংটা’ রূপ দেখে চমকে গেলেন আরশ খান

আপডেট সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

পর্দায় সচরাচর তাকে শান্ত আর রোমান্টিক মেজাজেই দেখেন দর্শক। বিশেষ করে আরশ খানের সঙ্গে তার রসায়ন বরাবরই ছিল স্নিগ্ধ। তবে চরকির নতুন সিরিজ ‘আঁতকা’-র শুটিং সেটে সুনেরাহ বিনতে কামালের এক অন্য রূপ দেখে চমকে গেছেন খোদ আরশ খান। সম্প্রতি এক আড্ডায় আরশ ফাঁস করেছেন যে, বাস্তবে বা চরিত্রের প্রয়োজনে সুনেরাহ কতটা ‘পোংটা’ বা চঞ্চল হতে পারেন।

আরশ খান বলেন, “সুনেরাহর সঙ্গে আমার নিয়মিত কাজ হয়, যেখানে সাধারণত আমাদের শান্ত ও ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যায়। কিন্তু এই শুটিংয়ে ওর চঞ্চল রূপ দেখে আমি সত্যিই অবাক হয়েছি। ও যে এত দারুণভাবে ‘পোংটা’ চরিত্র ফুটিয়ে তুলতে পারে, সেটা দেখাটা বেশ মজার ছিল।” সহকর্মীর এমন মন্তব্যে সেদিনের আড্ডায় বেশ হাসির রোল পড়ে।

পাল্টা দিতে ছাড়েননি সুনেরাহ-ও। আরশের কাজের ধরন নিয়ে নিজের নতুন পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেন, “আরশ সেটে গিয়ে সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে পারে, এটা আগে জানতাম না। কারণ সাধারণত ও সব কিছুতেই নাক গলায়।”

রাবা খানের গল্প ও আরাফাত মহসীন নিধির পরিচালনায় এই পারিবারিক গল্পের সিরিজটি আসছে চরকিতে। আগামী ১৪ জানুয়ারি দিবাগত রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে আরশ-সুনেরাহ জুটির এই বৈচিত্র্যময় রসায়ন।