ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

“দুর্গাপূজার” নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে

 


দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সারা দেশে ২৮৫৭টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ৪৩০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। শনিবার বিজিবি’র পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, ২৮৫৭টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের ৮ কিলোমিটার এলাকার ১৪১১টি মণ্ডপের পাশাপাশি পার্বত্য এলাকার ১৫টি মণ্ডপও নিরাপত্তার আওতায় রয়েছে। বাকি ১,৪৪৬টি পূজা মণ্ডপ সীমান্তের বাইরে অবস্থিত।

সীমান্তের বাইরে থাকা পূজা মণ্ডপের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি মণ্ডপ।

অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে।

বিজিবি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। উৎসবের সময় জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।


 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

“দুর্গাপূজার” নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে

আপডেট সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

 


দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সারা দেশে ২৮৫৭টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ৪৩০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। শনিবার বিজিবি’র পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, ২৮৫৭টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের ৮ কিলোমিটার এলাকার ১৪১১টি মণ্ডপের পাশাপাশি পার্বত্য এলাকার ১৫টি মণ্ডপও নিরাপত্তার আওতায় রয়েছে। বাকি ১,৪৪৬টি পূজা মণ্ডপ সীমান্তের বাইরে অবস্থিত।

সীমান্তের বাইরে থাকা পূজা মণ্ডপের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি মণ্ডপ।

অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে।

বিজিবি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। উৎসবের সময় জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।