ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রাজারহাট উপজেলা বিএনপির বিতর্কিত আহবায়ককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি প্রদান করেছে জেলা বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জা‌না‌নো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল। তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল।

জানা গে‌ছে, গত ২৬ মার্চ আনিছুর রহমান‌কে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সদস‌্য স‌চিব ক‌রে ৩০ সদস‌্য বিশিষ্ট এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা করে জেলা বিএন‌পি। আনিছুর রহমান আহ্বায়ক হওয়ার পর থেকে বিভিন্ন সময় তার নানা অনৈতিক কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়ে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনিছুর রহমান ও তার পরিবার নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে শনিবার তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি বিষয়ে জানতে আনিছুর রহমান বলেন, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনি অব্যাহতি পত্রে যা পেয়েছেন, যা ইচ্ছা লিখেন।’

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। ভবিষ্যতে কোনো নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

রাজারহাট উপজেলা বিএনপির বিতর্কিত আহবায়ককে অব্যাহতি

আপডেট সময় : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি প্রদান করেছে জেলা বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জা‌না‌নো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল। তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল।

জানা গে‌ছে, গত ২৬ মার্চ আনিছুর রহমান‌কে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সদস‌্য স‌চিব ক‌রে ৩০ সদস‌্য বিশিষ্ট এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা করে জেলা বিএন‌পি। আনিছুর রহমান আহ্বায়ক হওয়ার পর থেকে বিভিন্ন সময় তার নানা অনৈতিক কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়ে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনিছুর রহমান ও তার পরিবার নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে শনিবার তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি বিষয়ে জানতে আনিছুর রহমান বলেন, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনি অব্যাহতি পত্রে যা পেয়েছেন, যা ইচ্ছা লিখেন।’

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। ভবিষ্যতে কোনো নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।’