ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত নির্বাচনী সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন সফল করতে যা যা করা প্রয়োজন, কমিশন তা যথাযথভাবে বাস্তবায়ন করছে। নতুন প্রযুক্তি ও পদ্ধতি হিসেবে ডিজিটাল পোস্টাল ব্যালট চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রবাসী ভোটার এবং নির্বাচন সংক্রান্ত ব্যক্তিরা সহজেই ভোট দিতে পারবেন।

দিনব্যাপী দুই দফায় অনুষ্ঠিত হওয়া সংলাপে সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধির সঙ্গে এবং দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা হয়। এছাড়া অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপের আয়োজন করা হবে।

সংলাপে সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী। শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষক সংলাপে অংশগ্রহণ করেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত নির্বাচনী সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন সফল করতে যা যা করা প্রয়োজন, কমিশন তা যথাযথভাবে বাস্তবায়ন করছে। নতুন প্রযুক্তি ও পদ্ধতি হিসেবে ডিজিটাল পোস্টাল ব্যালট চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রবাসী ভোটার এবং নির্বাচন সংক্রান্ত ব্যক্তিরা সহজেই ভোট দিতে পারবেন।

দিনব্যাপী দুই দফায় অনুষ্ঠিত হওয়া সংলাপে সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধির সঙ্গে এবং দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা হয়। এছাড়া অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপের আয়োজন করা হবে।

সংলাপে সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী। শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষক সংলাপে অংশগ্রহণ করেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।