
ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় কাতারি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেন নেতানিয়াহু এবং হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।
সূত্র জানায়, ফোনকলটি আসে তখনই, যখন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠক চলাকালে হোয়াইট হাউসে একটি কাতারি টেকনিক্যাল প্রতিনিধি দলও উপস্থিত ছিল বলে জানা গেছে।
ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্রের দাবি, ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়। ওই হামলায় হামাসের পাঁচজন নিম্নস্তরের সদস্য নিহত হন, পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্ব পালনরত একজন কাতারি নিরাপত্তাকর্মীও প্রাণ হারান। যদিও হামলার মূল লক্ষ্য, হামাসের পাঁচজন শীর্ষ নেতা আহত হননি।
এই ঘটনায় কাতারসহ একাধিক আরব দেশ তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দুঃখপ্রকাশের মাধ্যমে ইসরায়েল ওই কূটনৈতিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।