ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

রাজবাড়ীতে বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ নিলামে বিক্রি, দাম ছাড়াল ৫৯ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি বিশাল ঢাঁই মাছ। মাছটি নিলামে ৫৯ হাজার ৪০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার ও তার সহযাত্রীরা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগে জাল তোলার সময় তাদের জালে বড় এই ঢাঁই মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালেই মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনু খাঁর আড়তে নিয়ে আসা হয়। সেখানে নিলামে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি প্রতি কেজি ৪,১০০ টাকায় মোট ৫৯ হাজার ৪০ টাকায় ক্রয় করেন। বর্তমানে চান্দু মোল্লা দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে মাছ বিক্রির জন্য যোগাযোগ করছেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা লাভ হলে মাছটি বিক্রি করবেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, পদ্মায় এমন বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিলাদ মাহফিলের আয়োজন

রাজবাড়ীতে বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ নিলামে বিক্রি, দাম ছাড়াল ৫৯ হাজার টাকা

আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি বিশাল ঢাঁই মাছ। মাছটি নিলামে ৫৯ হাজার ৪০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার ও তার সহযাত্রীরা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগে জাল তোলার সময় তাদের জালে বড় এই ঢাঁই মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালেই মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনু খাঁর আড়তে নিয়ে আসা হয়। সেখানে নিলামে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি প্রতি কেজি ৪,১০০ টাকায় মোট ৫৯ হাজার ৪০ টাকায় ক্রয় করেন। বর্তমানে চান্দু মোল্লা দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে মাছ বিক্রির জন্য যোগাযোগ করছেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা লাভ হলে মাছটি বিক্রি করবেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, পদ্মায় এমন বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে যায়।