
ক্রিকেটার সাকিব আল হাসান আবারও বিতর্কের কেন্দ্রে। এবার তিনি সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, সাকিবের এমন অবস্থান দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাব্য একটি ‘ভালো পরিবেশ’ তৈরির সুযোগ নষ্ট করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা বলেন, “সাকিব শেখ হাসিনাকে সমর্থন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, তিনি দলীয় রাজনীতিতে জড়িত। এতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আর এগোয়নি। বরং, দেশে ফেরার সম্ভাবনাও জটিল হয়ে গেছে।”
তিনি আরও জানান, গেল বছর সাকিব দাবি করেছিলেন, তাকে আওয়ামী লীগের মনোনয়ন ‘জোর করে’ দেওয়া হয়েছে। এ বক্তব্যের পর অনেক বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্টরা চেয়েছিলেন, সাকিব যেন নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন এবং ফের দলে ফেরার সুযোগ পান।
তবে সাকিবের সাম্প্রতিক অবস্থান সেই সম্ভাবনাও শেষ করে দিয়েছে বলে মনে করেন উপদেষ্টা।
“তিনি চেষ্টা করেছিলেন নিজেকে আলাদা করতে,” বলেন আসিফ মাহমুদ, “কিন্তু হাসিনাকে সরাসরি সমর্থনের মাধ্যমে তিনি আর ফিরতে পারবেন না, এমন একটা বার্তা জনগণের কাছে গেছে।”
মাশরাফি প্রসঙ্গে তিনি বলেন, “মাশরাফি বিন মুর্তজা আমাদের আদর্শ ছিলেন। কিন্তু শুধু রাজনীতির কারণে আজ তিনি আত্মগোপনে। ভবিষ্যতের জন্য এটি একটি বার্তা চলমান ক্যারিয়ারে রাজনীতিতে না জড়ানোই ভালো।”
আসিফ মাহমুদের মতে, “রানিং খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া অনুচিত। আগের সরকারে খেলোয়াড়, মন্ত্রী, বোর্ড কর্মকর্তা সবাই ছিল এক পৃষ্ঠায়। ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ ছিল না বললেই চলে। এ ধরনের চর্চা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।”
সাকিবের মামলা ও দেশে ফেরার সম্ভাবনা
সাকিব আল হাসানের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যা তাকে দেশে ফেরা অনিশ্চিত করে তুলেছে। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, “সাকিব যদি একজন ফৌজদারি মামলার আসামি হন, তাহলে আমি বলতে পারি না ‘আসেন, খেলেন, আবার চলে যান’। এটা আমাদের এখতিয়ারে