ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কাউন্টারে টিকিট নেই, কিন্তু পাশের গলিতে মিলছে দ্বিগুণ দামে

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি  নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি চলছে

এমন অভিযোগ নতুন নয়। তবে এবার সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার ভিডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

রেলওয়ে স্টেশনের কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন দিয়েও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। অথচ সেই টিকিটই মেলে পাশের গলিতে কয়েকগুণ বেশি দামে। এ অবৈধ ব্যবসায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে রেলওয়ের নিরাপত্তা বিভাগের একাধিক সদস্যের বিরুদ্ধে।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রফিক নামে এক সিপাহী যাত্রীদের কাছে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, শুধু রফিক নন; আরও কয়েকজন নিরাপত্তা সদস্য যেমন জাহিদ চৌধুরী, রেজাউল করিম, আবদুর রহিম ও হাবিলদার সালাউদ্দিনও এই টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে যুক্ত। চক্রটি নাকি মাসিক নির্দিষ্ট টাকার বিনিময়ে কাউন্টারের আশপাশে ডিউটি নেয়, আর সেই টাকা শেষ পর্যন্ত পৌঁছায় হাবিলদার হাফিজের হাতে।

এ বিষয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বেড়েছে।

নিউজ টুডের রিপোর্টার এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান
“এ ধরনের অভিযোগ আমার জানা নেই। ইতিপূর্বে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এখন যদি কোনো অভিযোগ থাকে, আনুষ্ঠানিকভাবে তা জমা দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি শুধু সাধারণ যাত্রীদের ক্ষতি করছে না, বরং রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার দীর্ঘদিনের অসংগতি ও দুর্নীতির চিত্রও স্পষ্ট করছে। এবার নেটিজেনদের চাপের মুখে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই প্রশ্নেই তাকিয়ে আছেন সাধারণ যাত্রীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বেটার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

কাউন্টারে টিকিট নেই, কিন্তু পাশের গলিতে মিলছে দ্বিগুণ দামে

আপডেট সময় : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি  নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি চলছে

এমন অভিযোগ নতুন নয়। তবে এবার সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার ভিডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

রেলওয়ে স্টেশনের কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন দিয়েও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। অথচ সেই টিকিটই মেলে পাশের গলিতে কয়েকগুণ বেশি দামে। এ অবৈধ ব্যবসায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে রেলওয়ের নিরাপত্তা বিভাগের একাধিক সদস্যের বিরুদ্ধে।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রফিক নামে এক সিপাহী যাত্রীদের কাছে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, শুধু রফিক নন; আরও কয়েকজন নিরাপত্তা সদস্য যেমন জাহিদ চৌধুরী, রেজাউল করিম, আবদুর রহিম ও হাবিলদার সালাউদ্দিনও এই টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে যুক্ত। চক্রটি নাকি মাসিক নির্দিষ্ট টাকার বিনিময়ে কাউন্টারের আশপাশে ডিউটি নেয়, আর সেই টাকা শেষ পর্যন্ত পৌঁছায় হাবিলদার হাফিজের হাতে।

এ বিষয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বেড়েছে।

নিউজ টুডের রিপোর্টার এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান
“এ ধরনের অভিযোগ আমার জানা নেই। ইতিপূর্বে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এখন যদি কোনো অভিযোগ থাকে, আনুষ্ঠানিকভাবে তা জমা দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি শুধু সাধারণ যাত্রীদের ক্ষতি করছে না, বরং রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার দীর্ঘদিনের অসংগতি ও দুর্নীতির চিত্রও স্পষ্ট করছে। এবার নেটিজেনদের চাপের মুখে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই প্রশ্নেই তাকিয়ে আছেন সাধারণ যাত্রীরা।