ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সাড়া, গাজা থেকে সেনা প্রত্যাহারের পথে ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইসরায়েল সরকার গাজা দখলের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’ এই খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস আংশিকভাবে সম্মতি দেওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

‘আর্মি রেডিও’র সাংবাদিক ডরোন কাদোস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বলেছে এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। তার ভাষায়, এর অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়, তাহলে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা গ্রহণে রোববার সন্ধ্যা ৬টা (স্থানীয় সময়) পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের কিছু আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। সংগঠনটি জানায়, তারা জীবিত এবং মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, তবে কিছু শর্ত নিয়ে আলোচনা প্রয়োজন।

হামাসের এ অবস্থানকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, “সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হচ্ছে।”

হোয়াইট হাউসের প্রকাশিত প্রস্তাবে বলা হয়, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মির মুক্তি এবং নিহতদের দেহাবশেষ হস্তান্তরের কথা। এর বদলে ইসরায়েলও গাজায় আটক শত শত বন্দিকে মুক্তি দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সাড়া, গাজা থেকে সেনা প্রত্যাহারের পথে ইসরায়েল

আপডেট সময় : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ইসরায়েল সরকার গাজা দখলের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’ এই খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস আংশিকভাবে সম্মতি দেওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

‘আর্মি রেডিও’র সাংবাদিক ডরোন কাদোস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বলেছে এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। তার ভাষায়, এর অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়, তাহলে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা গ্রহণে রোববার সন্ধ্যা ৬টা (স্থানীয় সময়) পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের কিছু আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। সংগঠনটি জানায়, তারা জীবিত এবং মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, তবে কিছু শর্ত নিয়ে আলোচনা প্রয়োজন।

হামাসের এ অবস্থানকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, “সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হচ্ছে।”

হোয়াইট হাউসের প্রকাশিত প্রস্তাবে বলা হয়, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মির মুক্তি এবং নিহতদের দেহাবশেষ হস্তান্তরের কথা। এর বদলে ইসরায়েলও গাজায় আটক শত শত বন্দিকে মুক্তি দেবে।