
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার সার্জিও বুসকেটস-কে হৃদয়ছোঁয়া বিদায়ী সম্মান জানালেন ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেইস স্টেডিয়ামে এমএলএস ম্যাচ শুরুর আগে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
বুসকেটস মাঠে প্রবেশ করেন তাঁর স্ত্রী ও তিন ছেলেকে সঙ্গে নিয়ে। পুরো স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ।
বিদায়ী সংবর্ধনার প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত বুসকেটস বলেন, আমার বলার ভাষা নেই। আমার হৃদয়ের একটা অংশ চিরকাল এখানেই থাকবে। আশা করি এ পথটা শেষ হবে সেরা উপায়ে প্লে-অফে উঠে শিরোপা জিতে।
ইন্টার মায়ামির কোচ এবং বুসকেটসের সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো বলেন, বুসির খেলা শেখা কঠিন, কারণ সে যা করে তা একেবারেই অনন্য। তাকে নকল করা অসম্ভব। এই ক্লাবের জন্য তার মতো একজন খেলোয়াড় পাওয়া ছিল বিশাল সৌভাগ্যের।
বুসকেটস ২০০৯ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর ক্লাবটির হয়ে খেলেছেন ৭০০ এর বেশি ম্যাচ, জিতেছেন ৩২টি শিরোপা, যার মধ্যে রয়েছে ৯টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি কোপা দেল রে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পা রাখার পর ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং আগেই ঘোষণা দিয়েছেন, ২০২৫ মৌসুম হবে তার ক্যারিয়ারের শেষ।
সার্জিও বুসকেটসের এই বিদায়ী মুহূর্ত শুধু ইন্টার মায়ামি নয়, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য এক আবেগের নাম। মাঠে যেমন প্রতিপক্ষকে পরাস্ত করেছেন, তেমনি এবার শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করার আশায় বুসকেটস।