ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শিবচরে ইলিশ নিধনে ৭ জেলের জরিমানা

ছবি: নিজস্ব

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটকের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮টার দিকে এই অর্থাদন্ডাদেশ দেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।

ভ্রাম্যমাণ আদালত জানায়, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দিনব্যাপী পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন এলাকায় মৎস কর্মকর্তা, নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চরজানাজাত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধন করতে দেখেন অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অসাধু জেলেরা। পরে সেখান থেকে রবিউল দড়িয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান আটককৃতদের প্রত্যেককে ১০ হাজার করে মোট  ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। পরে জরিমান আদায়ের পরা মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

অভিযানে শিবচর উপজেলা জেলা মৎস অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ মাছ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

শিবচরে ইলিশ নিধনে ৭ জেলের জরিমানা

আপডেট সময় : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটকের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮টার দিকে এই অর্থাদন্ডাদেশ দেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।

ভ্রাম্যমাণ আদালত জানায়, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দিনব্যাপী পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন এলাকায় মৎস কর্মকর্তা, নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চরজানাজাত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধন করতে দেখেন অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অসাধু জেলেরা। পরে সেখান থেকে রবিউল দড়িয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান আটককৃতদের প্রত্যেককে ১০ হাজার করে মোট  ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। পরে জরিমান আদায়ের পরা মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

অভিযানে শিবচর উপজেলা জেলা মৎস অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ মাছ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।