ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মহিলাকর্মীকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর, মাইটিভি চেয়ারম্যান রিমান্ডে

ছবি : সংগৃহীত

জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৩ সালের ১৯ জানুয়ারি মাইটিভির এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় ভ্রমণের জন্য পাঠানো হয়। ভ্রমণ শেষে দেশে ফেরার পর চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তাকে অফিসে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, সেখানেই তিনি কুপ্রস্তাব দেন এবং রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, মামলায় উল্লেখিত অন্যান্য আসামিরা তাকে আটকে রেখে মারধর, ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেন। এ সময় জোর করে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদিনী নাসির উদ্দিন সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন। এর আগে, ১৭ আগস্ট গুলশান থানা এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন আসাদুল হক বাবু হত্যা মামলায় (বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের) তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত। সেখান থেকেই তিনি কারাগারে আছেন।

এ নিয়ে একাধিক মামলায় জড়িয়ে মাইটিভি চেয়ারম্যান বর্তমানে কারাবন্দি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিলাদ মাহফিলের আয়োজন

মহিলাকর্মীকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর, মাইটিভি চেয়ারম্যান রিমান্ডে

আপডেট সময় : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৩ সালের ১৯ জানুয়ারি মাইটিভির এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় ভ্রমণের জন্য পাঠানো হয়। ভ্রমণ শেষে দেশে ফেরার পর চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তাকে অফিসে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, সেখানেই তিনি কুপ্রস্তাব দেন এবং রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করেন।

ভুক্তভোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, মামলায় উল্লেখিত অন্যান্য আসামিরা তাকে আটকে রেখে মারধর, ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেন। এ সময় জোর করে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদিনী নাসির উদ্দিন সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন। এর আগে, ১৭ আগস্ট গুলশান থানা এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন আসাদুল হক বাবু হত্যা মামলায় (বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের) তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত। সেখান থেকেই তিনি কারাগারে আছেন।

এ নিয়ে একাধিক মামলায় জড়িয়ে মাইটিভি চেয়ারম্যান বর্তমানে কারাবন্দি।