
পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৮ অক্টোবর (বুধবার) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উন্নতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের।
টি-টোয়েন্টি সিরিজে বল হাতে আলো ছড়ানো নাসুম আহমেদ বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৫২৫। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। শরিফুল ইসলাম ২১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন যৌথভাবে ৪৯তম স্থানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান, যিনি বর্তমানে রয়েছেন ১২তম স্থানে। ব্যাটারদের তালিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন। ১৭ ধাপ এগিয়ে সাইফ হাসান এখন অবস্থান করছেন ১৮তম স্থানে। তানজিদ হাসান তামিম ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। পারভেজ ইমন ১৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৩তম স্থানে, আর শামীম হোসেন পাটোয়ারী ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯১তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। বোলারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আছেন ভারতের স্পিনার ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
অন্যদিকে, টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে আবারও উঠে এসেছেন শীর্ষস্থানে।